Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২১

সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি (সদাবিক)

 

প্রকল্প এলাকা                                              :     দেশের ৬৪ টি জেলার ৪৪৩ টি উপজেলা

প্রকল্পের মেয়াদ                                           :     চলমান

প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও উৎস           :     ১৮৪.২৫ কোটি টাকা, রাজস্ব (অনুন্নয়ন) বাজেটের আওতায়

                                                                     ছাড়কৃত আবর্তক (Revolving) ঋণ তহবিল।

বাস্তবায়নকারী বিভাগ/শাখা                              :     সরেজমিন বিভাগের সম্প্রসারণ শাখা       

 

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:

  • গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে উৎপাদনমুখী কর্মকান্ড বাস্তবায়নের জন্য সংগঠনের মাধ্যমে প্রয়োজনীয় ঋণ প্রবাহ নিরবিচ্ছিন্ন রাখা;
  • সাপ্তাহিক সঞ্চয় জমার মাধ্যমে নিজস্ব তহবিল সৃষ্টি;
  • আর এল এফ প্রবৃদ্ধির মাধ্যমে ঋণ তহবিল বৃদ্ধি।