Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২১

দুঃস্থ পরিবার উন্নয়ন সমিতি (দুপউস)

 

প্রকল্প এলাকা                                              : বাংলাদেশের ২৩ টি জেলার ২২ উপজেলা

প্রকল্পের মেয়াদ                                           : জুলাই ১৯৮২ হতে জুন ১৯৯৩ পর্যন্ত।

প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও উৎস           : আরএলএফ সহ ১৭০.৭৭ লক্ষ টাকা (ইউনিসেফ)।

বাস্তবায়নকারী বিভাগ/শাখা                              :  সরেজমিন বিভাগের বিশেষ প্রকল্প শাখা

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

  •  গ্রামীণ দরিদ্র পুরুষ ও মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ও তাদের বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ড জড়িত করা;
  • বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ প্রদান ও ঋণ গ্রহণের মাধ্যমে স্বাবলস্বী করা;
  • বাড়তি আয়ের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা;