টাঙ্গাইল জেলা শহরের দেওলা’তে টাঙ্গাইল মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ১৯৮৪ সালে জার্মান কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালে মহিলাদের বৃত্তিমুলক প্রশিক্ষণ প্রদানের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এটি মহিলা কর্মসূচির অন্তর্ভূক্ত হয়। ২০০৫ সালে প্রকল্প মেয়াদকালের জন্য এটি বিআরডিবি-জাইকার যৌথ উদ্যোগে পরিচালিত পিআরডিপি প্রকল্পের নিকট ন্যস্ত করা হয়। ফলে প্রতিষ্ঠানটি লিংক মডেল ট্রেনিং সেন্টার (এলএমটিসি) নামে পরিচিতি লাভ করে। এখানে পিআরডিপি প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ ছাড়াও বিআরডিবি’র সুবিধাভোগীদের বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মহিলা সমবায়ীদের দর্জিবিদ্যা, ব্লক-বাটিক, এমব্রয়ডারী, হাঁস-মুরগী ও পশুপালন, সবজি চাষ, নার্সারী ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়।
বিদ্যমান সুবিধাদি
টাঙ্গাইল মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউট দ্বিতল ভবন বিশিষ্ট একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে মূল ভবনে মোট ২৩টি কক্ষ ছাড়াও ১০০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের সুবিধা সম্বলিত একটি কক্ষ, অফিস কক্ষ, মোট ২০জন প্রশিক্ষণার্থী অবস্থান ক্ষমতাসম্পন্ন ১০টি আবাসিক কক্ষ ও ৩০জন ধারন ক্ষমতাসম্পন্ন ডাইনিং রুমে রয়েছে।