Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st ডিসেম্বর ২০২১

পল্লী জীবিকায়ন প্রকল্প(পজীপ)-৩য় পর্যায়

প্রকল্প পরিচিত:

কৃষি ও অকৃষি ক্ষেত্রে টেকসই কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের দারিদ্র্য বিমোচন প্রচেষ্টায় সহায়তা দানের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক দেশের ৫টি বিভাগের ২৩টি জেলার ১৫২টি উপজেলায় জুলাই, ১৯৯৮ হতে জুন, ২০০৭ মেয়াদে “পল্লী জীবিকায়ন প্রকল্প-১ম পর্যায়” সফলভাবে বাস্তবায়িত হয়। পরবর্তীতে প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রকল্পের কার্যক্রম জুলাই, ২০০৭ থেকে জুন, ২০১২ মেয়াদে সমাপ্ত প্রকল্পের আদলে নিজস্ব আয় দ্বারা কর্মসূচি হিসেবে পরিচালিত হয়। জুলাই, ২০১২ থেকে জুন, ২০১৮ মেয়াদে “পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়” দেশের ০৭টি বিভাগের ৪২টি জেলার ১৯০টি উপজেলায় “পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়” গ্রহণ করা হয়। প্রকল্পটির মেয়াদ শেষে জুলাই/২০১৮ হতে জুন/২০২১ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পুণরায় কর্মসূচি আকারে পরিচালিত হয়। কর্মসূচির সফল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে “পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়” সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত হয়।

 

প্রকল্পের উদ্দেশ্য:

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো- গ্রামীণ জনগোষ্ঠীদের’কে সংগঠিত করে প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধি করে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা। 

 

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহ

  • দরিদ্র মহিলা ও পুরুষদের আর্থ-সামাজিক উন্নয়নের সক্রিয় সংগঠন সৃষ্টি ও ব্যবস্থাপনা;
  • সংগঠিত উপকারভোগীদের সচেতনতা ও উপযুক্ত জীবিকায়নের মাধ্যমে আয়বর্ধন সক্ষমতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি;
  • কোভিড-১৯ এর কারণে বিদেশ ফেরৎ কর্মহীন শ্রমিকদের কর্মমূখী প্রশিক্ষণোত্তর পুনর্বাসন;
  • সুফলভোগীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে বিপণন সংযোগ স্থাপন এবং ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ;
  • টেকসই পল্লী উন্নয়নের লক্ষ্যে প্রকল্পভুক্ত ২২০টি উপজেলা ও পল্লী উন্নয়ন দলকে  সার্বিক জীবিকায়নের মাধ্যমে স্বয়ম্ভর ও শক্তিশালীকরণ।

  

এক নজরে পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায়: 

১.

উদ্যোগী মন্ত্রণালয়

:

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

২.

বাস্তবায়নকারী সংস্থা

:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)

৩.

প্রকল্প এলাকা

:

দেশের ০৮টি বিভাগের ৪৮টি জেলার ২২০টি উপজেলা

৪.

মোট প্রকল্প ব্যয়

:

৯২৮৮৮.২৯ লক্ষ টাকা (সম্পূর্ণ জিওবি)

৫.

বাস্তবায়নকাল

:

জুলাই, ২০২১ হতে জুন, ২০২৬ পর্যন্ত

৬.

অনুমোদনের তারিখ

:

১০ আগস্ট, ২০২১ খ্রিঃ (একনেক সভা)

০৭ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ (মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক অনুমোদন)

 

 

 

প্রকল্পের লক্ষ্যমাত্রা:

  • বিদ্যমান সমিতিসহ ২৩,৩৩১টি পল্লী উন্নয়ন দল এবং রূপান্তর ও পুনর্গঠনের মাধ্যমে ৭,০০,০০০ জন সদস্য প্রকল্পভুক্ত (যার মধ্যে ৮০% নারী) এবং ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বিদ্যমান ৬১১৩.৭৭ লক্ষ টাকাসহ ১৫৯১৩.৭৭ লক্ষ টাকা পুঁজি গঠন;
  • দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধনমূলক প্রশিক্ষণের মাধ্যমে ২,৬৪,০০০ জন নারীসহ ৩,৩০,০০০ জনকে প্রশিক্ষণ দান;
  • ৭,০০,০০০ জনের আত্ম-কর্মসংস্থানের সুযোগ ‍সৃষ্টি;
  • কোভিড-১৯ কারনে বিদেশ  ফেরত কর্মহীন শ্রমিকদের কর্মমূখী প্রশিক্ষণোত্তর ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণ;
  • ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের মাধ্যমে ৭৫,৯০০ জন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ উন্নয়নে টেকসই ও উৎপাদনমূখী কর্মসংস্থান সৃষ্টি;
  • মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে সুফলভোগীদের উৎপাদিত কৃষি ও অকৃষি পণ্য বাজারজাতকরণে বিপণন সংযোগ স্থাপনে সহায়তা করা;
  • ২২০ টি উপজেলা ও পল্লী উন্নয়ন দলের স্বয়ম্ভরতা অর্জন;
  • উপকারভোগীদের যথাযথ উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ৩০ লক্ষাধিক পরিবেশ বান্ধব ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপন।

 

আমাদের সেবাসমূহ:

  • খানা জরিপের মাধ্যমে সংগঠন সৃষ্টি, সদস্য ভর্তি ও সংগঠন ব্যবস্থাপনা;
  • সুফলভোগীদের নিজস্ব সঞ্চয় জমার মাধ্যমে পুঁজি গঠন;
  • প্রকল্প এলাকার পল্লী উন্নয়ন দলসমূহকে জোরদারকরণ ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন;
  • সুফলভোগীদের দক্ষতা বৃদ্ধি, আয় উৎসারী এবং সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান;
  • আয়বর্ধনমূলক কর্মকান্ডে প্রশিক্ষণোত্তর ঋণ সহায়তা (ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ) প্রদানের মাধ্যমে টেকসই জীবিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টি;
  • প্রকল্পের সকল কার্যক্রমের জন্য অটোমেশনের আওতায় সদস্যদের ডাটাবেজ প্রণয়ন;
  • কোভিড-১৯ এর কারণে বিদেশ ফেরত কর্মহীন শ্রমিকদের কর্মমূখী প্রশিণোত্তর ক্ষুদ্র ও উদ্যোক্তা ঋণ বিতরণ;
  • প্রকল্পের সুফলভোগীদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে Market Linkage স্থাপন;
  • সার্বজনীন জীবিকায়ন তথ্য ভিত্তিক “পল্লী জীবিকায়ন অভিধান, বাংলাদেশ (Rural Livelihood Pedia of Bangladesh)” প্রণয়ন ও প্রকাশনা;
  • “এক পণ্য এক পল্লী জীবিকায়ন ভিত্তিক পল্লী” প্রতিষ্ঠা ও প্রসারের লক্ষ্যে গবেষনা ও পাইলটিং;
  • আর্থ-সামাজিক উন্নয়ন ভিত্তিক রিপোর্টিং সিস্টেম প্রণয়নের লক্ষ্যে কম্প্রিহেনসিভ রিপোর্টিং, গাইডলাইন প্রণয়ন ও পাইলটিং;
  • Micro Finance Software সহ প্রকল্পের সকল কার্যক্রম ডিজিটালাইজেশন ও অনলাইন এমআইএস সিস্টেম উন্নয়ন ।