Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২১

মহিলা বিত্তহীন কেন্দ্রীয় উন্নয়ন সমিতি (মবিকেউস)

 

প্রকল্প এলাকা                                              :     ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এই

                                                                    ০৬টি জেলার ২০ টি উপজেলায় কর্মসূচির কার্যক্রম চলছে।

প্রকল্পের মেয়াদ                                           :     জুলাই ১৯৮৫ হতে জুন ১৯৯৩ পর্যন্ত।

প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও উৎস           :     ২৬৫৯.০৪ লক্ষ টাকা (ইউনিসেফ)।

বাস্তবায়নকারী বিভাগ/শাখা                              :     সরেজমিন বিভাগের বিশেষ প্রকল্প শাখা

 

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:

  • গ্রামীণ মহিলা জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাদেরকে বিভিন্ন আয়বর্ধকমূলক কর্মকান্ড জড়িত করা;
  • কর্মসূচিভুক্ত মহিলাদেরকে বিভিন্ন উৎপাদনমূলক কুটির শিল্পে নিয়োজিত করা;
  • উৎপাদন বৃদ্ধির জন্য তাদেরকে নতুন নতুন প্রযুক্তি/ কৌশল ব্যবহারে উদ্বুদ্ধ করা;
  • বাড়তি আয়ের দ্বারা পরিবার ও সামাজিক উন্নয়ন তথা জীবনযাত্রার মান বৃদ্ধি করা।