(১) প্রকল্প এলাকার দারিদ্র্যপীড়িত ৩৫টি উপজেলার দরিদ্র পুরুষ ও মহিলাদের স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাঁদেরকে কর্মদক্ষ করে গড়ে তোলা;
(২) প্রকল্প এলাকার মৌসুমী অভাবগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে আয়বর্ধনমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে উৎপাদনমূখী আত্মকর্মসংস্থান সৃষ্টি;
(৩) স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক এবং খাদ্য নিরাপত্তা জোরদারকরণ;
(৪) স্থানীয় জনশক্তি ও স্থানীয় সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা;
(৫) অভিষ্ট জনগোষ্ঠীর জন্য তাদের মূল পেশার পাশাপাশি স্বকর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করা;
(৬) বিপণন Linkage সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত উপকারভোগীদের সমন্বয়ে দলগঠন;
(৭) উপকারভোগীদের জন্য কাঁচামাল প্রাপ্তি সহজলভ্য করা এবং Market Linkage গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় শহরে প্রদর্শনী কাম বিক্রয়কেন্দ্র স্থাপন;
(৮) স্বল্প সেবামূল্যের বিনিময়ে (বাৎসরিক মাত্র ৬% হারে) উপকারভোগী সদস্যদের মধ্যে ক্ষুদ্রঋণ প্রদান;