Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২১

উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)

প্রকল্প                                                        :     রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও লালমনিরহাট জেলার ৩৫ টি উপজেলা

প্রকল্পের মেয়াদ                                            :     এপ্রিল, ২০১৪-মার্চ, ২০১৯

প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ                        :     ৯৪৮৭.৫৯ লক্ষ টাকা

 

কৃষি ও খাদ্য উৎপাদনের পাশাপাশি বিআরডিবি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে পল্লীর অতিদরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্নমুখী প্রকল্প বাস্তবায়ন করছে। ফলশ্রুতি হিসেবে দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আয়বর্ধনমূলক কর্মকান্ডে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন সূচিত করেছে। আয়বৃদ্ধির মাধ্যমে ক্রয় ক্ষমতা বৃদ্ধি, জীবন যাত্রার মানোন্নয়ন এবং সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে বিআরডিবি ব্যাতিক্রমধর্মী বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছে। ‘‘উত্তরাঞ্চলের দরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ কর্মসূচি (২য় পর্যায়) এমনি একটি ব্যতিক্রমধর্মী দারিদ্র্য বিমোচন মূলক প্রকল্প।

 

উদ্দেশ্য

(১) প্রকল্প এলাকার দারিদ্র্যপীড়িত ৩৫টি উপজেলার দরিদ্র পুরুষ ও মহিলাদের স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাঁদেরকে কর্মদক্ষ করে গড়ে তোলা;

(২) প্রকল্প এলাকার মৌসুমী অভাবগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে আয়বর্ধনমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে উৎপাদনমূখী আত্মকর্মসংস্থান সৃষ্টি;

(৩) স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামাজিক এবং খাদ্য নিরাপত্তা জোরদারকরণ;

(৪) স্থানীয় জনশক্তি ও স্থানীয় সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা;

(৫) অভিষ্ট জনগোষ্ঠীর জন্য তাদের মূল পেশার পাশাপাশি স্বকর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি করা;

(৬) বিপণন Linkage সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত উপকারভোগীদের সমন্বয়ে দলগঠন;

(৭) উপকারভোগীদের জন্য কাঁচামাল প্রাপ্তি সহজলভ্য করা এবং Market Linkage গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় শহরে প্রদর্শনী কাম বিক্রয়কেন্দ্র স্থাপন;

(৮) স্বল্প সেবামূল্যের বিনিময়ে (বাৎসরিক মাত্র ৬% হারে) উপকারভোগী সদস্যদের মধ্যে ক্ষুদ্রঋণ প্রদান;