Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ অক্টোবর ২০২১

গ্রামীণ মহিলাদের জন্য উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (গ্রামউক)

 

প্রকল্প এলাকা                                           :    বাংলাদেশের ৩টি জেলার ৩টি উপজেলা।

প্রকল্পের মেয়াদ                                        :    জানুয়ারি ২০০৪ হতে ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্পের বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও উৎস        :  ২৯.১০ লক্ষটাকা (আফ্রো-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)

বাস্তবায়নকারী বিভাগ/শাখা                           :    সরেজমিন বিভাগের বিশেষ প্রকল্প শাখা

 

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:

  • গ্রামীণ মহিলাদের দারিদ্র্যতা দূরীকরণ ও জীবন যাত্রার মান উন্নয়ন;
  • উৎপাদনমুখী কর্মকান্ডের বিপরীতে দলভুক্ত সদস্যদের প্রশিক্ষণ ও ঋণ প্রদান;
  • আয় বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে নিজস্ব পুঁজি গঠন এবং সক্ষমতা অর্জন;
  • পরিবার তথা সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি বিষয়ে সচেতনতা বৃদ্ধি;
  • পরিবারের সদস্যদের সুস্থতার জন্য স্বাস্থ্য পরিচর্যা ও পুষ্টি সম্পর্কে সচেতন করা।